www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কালো বলে নেই খুঁত

কালো বলে নেই খুঁত
আব্দুল কাদির মিয়া
==============
কুচ কুচে কালো
আর ধব ধবে সাদা।
নেই সেথা রতি ধরে-
কম কিবা বেশি করে,
সুন্দর ও জাত তুল,
তিল খানি বাঁধা।
হৃদয়ের ঘরে বাস-
করে সুন্দর।
সেতো জরদ হলুদ রঙে-
ছোরক লাল আত্মার সঙ্গে,
এক মানুষ এক দেহের,
ওরা দুই সহোদর।
সুন্দর পরিচয়ে-
জীবনের ধারা।
শুধু সে পরের তরে,
রাত কে দিবস করে,
রাজকোষ প্রজাতরে,
শত্রুর হাতিয়ারে,
রাজা বীর সৈনিক।
চলে ঢাল তলোয়ার-
তীক্ষ্ণ নজরে তাঁর,
চারপাশ ভীতু নহে,
প্রজাভয় হারা।
ঐ ধরা রুপগুলো-
পৃথিবীর সুন্দর।
জনম জীবনে তবু-
দৃষ্টির সীমা কভু,
নাহি রহে শুধু রঙ-
যেন মনকাড়া।
বিচার করোনা রঙের-
ওহে কালো চোখ।
কালো কি সে মন বোঝা?
যে ভালো লাগা বড় খোঁজা,
তাঁর খুঁতে জীবনের ঘাত-প্রতিঘাত।
হলে সে নিজেই কালো-
তাই সে দেখোনা ভালো,
আছো মিশে রং ধরে-
ভুল ধরা সাজ ঘরে,
মায়া ঢাকা কালো হাসির,
লয়ে সেই মুখ।
তবে পুনরুজ্জীবনে তোমার-
কর্মের দিশা।
প্রভু-
মাপিয়া মিজান ধারে-
দেখো-
সার্থ্যের অবিচারে,
নাহি যেন উঠে চোখে-
ফুটন্ত সীসা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast