www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন জেগে মনে কথা কয়

মন জেগে মনে কথা কয়
আব্দুল কাদির মিয়া
==============
ভোর এসেছে কাকলির স্বরে
চোখ মেলেনি তবু,
ঘুম ঘুম ভরে,
মন জেগে মনে কথা কয়।
স্বপনের ছবি-
সবি মন কবি-
কুড়াতে কুড়াতে তাঁরে,
করে স্মৃতিময়।
মধুর তানেতে সেই-
অলসের সুখ।
জীবনের প্রতিদিন-
সেই যেন চিরদিন,
পৃতির বাড়িয়ে বাহু-
মুছেদেয় কালো মেঘ,
হৃদয়ের ডুবডুবে-
সেই দুঃখীমুখ।
তবে হতাশার ঝড়ে-
পায় কিছু ফিরে,
উদাস মনেতে তাঁর,
তীরভাঙা ঢেউ।
যেন খেপনের ভিড়ে-
এলো তাঁর নীড়ে,
বলে ভয় নেই,
আমি ছাড়া নেই তোমার কেউ।
আমি লড়বো, বাতাসের বেগে-
তবে,তোমার মাটি চেপে ধরবো।
এ কোল ও কোল জানি,
দু কোল ই তোমার,
আমি ও কোলে তোমার তরে-
ভরবো।
শোনো,আমি শুধু নাশা ধরি-
বাতাসের জোরে,
কোলেতে অকুল ভাসি,
প্লাবনের ফেরে।
আবার চোখে চোখে-
আছি মিশে শান্ত নিভির,
মনের আঘাতে ঝরে-
ব্যাথা গুলো ঠেলে দূরে,
অশ্রু মমতা আমি-
কন্ঠে কবির।
উঠো আর নহে ঘুম,
ঐ যে লালিমার আভা-
পূব আকাশের সুরুজের-
রক্তিম লাল।
এঁকেছে তাঁর ভাগ্য বিধাতা-
ভোর জীবনের চিরকাল।
সেখানে ও আমি-
মেঘের গর্জনে ভেসে,
ঢেকে তাঁরে খেলে যাই খেলা।
তবে দুমাতে পারিনি তাঁরে-
প্রহরের ধার ধরে,
আবার ও জ্বলিয়া উঠে,
সেই সুরুজের বেলা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast