www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃদ্ধাশ্রম ঘরে

বৃদ্ধাশ্রম ঘরে
আব্দুল কাদির মিয়া
===========
আয় কে যাবি মায়ের আঁচলে
মুখ মুছিতে ভাই।
ঢল নামা জল চাপা কান্না-
বুকের মাঝে যার সহেনা,
আয়না ত্বরা দেখবি পরাণ,
শীতল পবন পায়।
নেই যারি মা নেই ভাবনা-
ঐ যে আমার মা।
আয় যাবি চল আমার সাথে-
চোখ মুছে নে আমার হাতে,
ধর যেন সে রশির বাঁধন,
বাঁধলো যে তোর মা।
মা ডাকের ঐ স্বরধ্বনিতে-
দুই চোখ ভরা কালো মনিতে,
তোর কি আমার সেই ছোট কাল,
ছিলো কি জাতের দুই?
তবে আর কেন তুই কাঁদিস বোকা-
দুঃখ গুলো সব নয় তোর একা,
আয় চলে যাই মায়ের কাছে,
আঁচল পেতে শুই।
মাগো ও মা এমনি করে-
ডাকে যদি মধুর সুরে,
মায়ের মনে ডেকে প্লাবন,
মায়ার নদী ভরে।
দুঃখ সুখের ঐ সীমান লইয়ে-
যায় ছুটে তাঁর দুকুল বয়ে,
কান্না যেথা আরও কেঁদে,
ডুবিয়ে হাসি ধরে।
তবে,পাহাড় কাঁপে থর থরিয়ে-
বৃক্ষলতা জল,
আজ এমনি করে কাঁপছে কেন?
বলনা তোরা বল।
যার উদরে জন্ম নিলি-
চরন নেরে লাথি দিলি,
তবু,কাঁদলো না মা,
কাঁদলো যেন খুশির খবর জেনে।
আসবি যে তুই তাঁর কোলেতে-
চাঁদ বদনে মনের ক্ষেতে,
ফলবে সোনা হাজার মানিক,
তাই, দিনগুলো সে গুনে।
যায় দিন প্রতিদিন-
দশ মাস দশ দিন,
আজ তাঁর ফুটিবে সে ফুল।
জীবন মরন লড়ে-
কাল খেপা ঝড় পারে,
পাগল কেশেতে যে মা,
নিলো তোকে কোল।
আজ পৃথিবীর চোখ বাহিয়া-
রাত দিবসের করুন হিয়ার,
বাকহীন সুরুজ ক্ষেপন ধরা,
অগ্নি অশ্রু ঝরে।
ওরা জানতে চাহে বলনা হে নর-
এ কোন বিচার মুন্ডুতে তোর।
যার পেটেতে জন্মিলি মা,
তাঁর সেবাতে তুই কিছু না,
সে কিনা আজ পিঞ্জর পাখি-
বৃদ্ধাশ্রম ঘরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast