www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সব তুলি গোলায়

সব তুলি গোলায়
আব্দুল কাদির মিয়া
====================
আয়রে দেশের ভাই
দশে মিলে ধান কাটিয়া-
সব তুলি গোলায়।
এই দেশের ই মাটি মোদের-
এই ক্ষেতের ই ধান,
ক্ষুধায় পেটের খাদ্য দিয়ে-
বাঁচায় মোদের প্রান।
দেখ চাহিয়া কৃষক একা-
ক্ষেতের পাকা ধান,
খায় পাখিরা ঝাকে ঝাকে-
আকাশ ভারি দেয়া ডাকে,
কাল বৈশাখী ছোবল মুখি,
নেই কাটাতে জন।
দেশের বালাই ঘরমুখি সব-
বাঁচার জন্য লড়ে,
আবার বাঁচতে হলে খেতেই হবে-
তাই আল্লাহ্ যাহা করে।
মোরা হুঁশ রাখিয়া নিজের তরে-
একটু দূরে দূরে,
আয় বসে যাই কাতার বেধে,
ধান কাটিবার তরে।
মুখে ডাকি আল্লাহ্ আল্লাহ্-
হাতের মুঠে ধান,
তারপরে যা ভাগ্যের লিখন,
আল্লাহ্ রহমান।
আয়রে দেশের ভাই-
দশে মিলে ধান কাটিয়া,
সব তুলি গোলায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast