www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নবযৌবন

নবযৌবন
আব্দুল কাদির মিয়া
========================
জীবনের যেদিন উদয় শশিতে এলো পূর্ণি
জোয়ারের ফোয়ারা সে-
উজান ভাটিতে উঠে,
তোলে, টুপ টুপে ভরা জলে ঘূর্ণি।
জীবনের যে দিন, উদয় শশিতে এলো পূর্ণি।
সেই নতুনের এত সুখ জ্বালা-
কিশোর পুরোনো মুখ,ভরে দিলো আগুনের-
শিখা যেন লইয়ে প্রেম মালা।
তবে, খুঁজে কারে চোখমেলে-
প্রভাতের দোর খোলে,
সে কি ঘুম জাগা নিহারিকা?
ভরা যামিনীর।
জীবনের যে দিন উদয় শশিতে এলো পূর্ণি।
হৃদয়ের নীলাভেতে,
ফুটিয়া সে দোলে আজ পদ্ম,
যেন বর্ষার শ্রাবনে-
ডেকে আসা বৃষ্টিতে ভাসিয়া।
পাড় ভাঙা ঢেউগুলো-
সীমানার বাঁধ ভেঙে,
আজ তন্দ্রাতে করে খেলা হাসিয়া।
ঐ সবি মন জুড়ে-
বাসন্তি চোখে পড়ে,
আরও গোলাপ কামিনী কেয়ার ঘূর্ণি।
জীবনের যেদিন উদয় শশিতে এলো পূর্ণি।
জোয়ারের ফোয়ারা সে-
ঊজান ভাটিতে উঠে,
তোলে, টুপ টুপ ভরা জলে ঘূর্ণি,
জীবনের যেদিন উদয় শশিতে এলো পূর্ণি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast