www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অশুভ শিকলে বাঁধা

অশুভ শিকলে বাঁধা
আব্দুল কাদির মিয়া
=================
ফি খামচা তু উথফি বিহা
ওয়াররাল ওবায়েল হাতিমা,
অল মুস্তফা আল মুর্তজা-
আবনা হুমা অল ফাতিমা।
এই দোয়াগুলো আমায়-
কালামের সুরে,
শিখিয়েছে বাবা এক মহামারি ঘরে।
সেইদিন সেই রাত আজো মনে পরে-
ছোট আমি শুধু কান্না,
শুনি দেশ জুড়ে।
মরে কত,কত লাশ-
যমে যমে বাঁধা-
যেন সেই দিন ছিলো শুধু,
মৃত্যুরই গাদা।
আজ, সেতো আমি পড়িয়াছি-
পৃথিবীর তরে,
ওগো রব ক্ষমা করো-
বান্দাকে দয়া করো,
তুমিই সব সবি পারো,
ঐ আন্নাল কুওয়াতা-
লিল্লাহে যামিয়া।
তুমি হেরেমের তালবিয়া-
তাওয়াফেতে ধরিয়া,
রাখো তুমি মুখে মুখে-
বিনয়ের বানী।
তোমার এই মাটি থেকে-
নাও ধুয়ে দাও মুছে,
বালাইয়ের হিয়া খানি-
তোমারি গোলাম ওরা,
আগুন ও পানি।
আছ ছালাতু খাইরুম মিনান্নাউম-
ঘুম থেকে নামাজ ভালো,
ছোব্ হেতে ভেসে এলো-
কানে কানে মধু সুর আজানের ধ্বনি।
মন চাহে যাই ছুটে-
তোমারি ঘরেতে উঠে-
দেখি অশুভ শিকল বেড়ে,
কাঁদে ঘর খানি।
করো ক্ষমা ওগো প্রভু জীবনের পাপ-
সহিতে পারিনা মোরা-
পাখি নই যে দিবো উড়া,
তোমারি ঘরেতে যাবো,
করো সবই গুনাহ্-
দয়া করে মাফ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast