www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দানের ধুনি

দানের ধুনি
আব্দুল কাদির মিয়া
===================
এমনি বন্টন করোনা সে আর
দানের ধুনি দাদা,
যে নাত-নাতনির থালায় পড়ে-
পায় গরীবে আধা
এমনিতেই আজ দিন দুনিয়া-
উঠলো ভয়ে কেঁপে,
কার কি দোষে আসমানি ঝড়-
যায় করোনা খেপে।
আজ বড়ই করুন এই পৃথিবীর-
মানুষ গুলো দাদা,
তুমিও নও একটু দূরে-
চোখ বুজিয়া দেখো ফিরে,
তাই, আর নহে ভুল প্রভুর ধারে-
কারো মন খুলে ওয়াদা।
আজ বন্দী মোরা পাখির খাঁচায়-
দেখো, পাখি ডানা মেলে,
উড়ছে কেমন ঐ সুদূরে-
ভয় হারা মন নীলাভ ঘুরে,
নেই কোনো তাঁর পায়ে শিকল-
বাঁধন হারা বলে।
তবে,আমরা মানুষ এই পৃথিবীর-
আসমানের এই তলে,
আজ মরন কেন ডাকছে মোদের-
ঘরের বাহির হলে?
লুট পুটের ঐ দানগুলো সব-
ধুনায় তিলে তিলে,
আজ সাজলো শিকল পায়ের বেড়ি-
যম করোনায় মিলে?
আয়না দাদা আমরা সবাই-
বিশ্ব ডেকে বলি,
আর নহে পাপ-
এসো দানের ধুনি ন্যায় বিলিয়ে,
সরল পথে চলি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast