www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঘরের চালা

ঘরের চালা
আব্দুল কাদির মিয়া
======================
সুরুজ আমার ঘরের চালা
মাথলা আমার চুল,
আমার চোখে রোদ্র ছড়ায়-
ফোটায় গায়ের জল।
ডাকি আমি আয়রে বাতাস-
একটু মায়া করে,
দেখনা আমার শরীর বেয়ে-
আগুনের মেঘ পরে।
দেখতে আমায় কেউ আসেনা-
হয়তো তাপের ভয়,
তবে, আমি কি সেই অগ্নি মানুষ?
রুপ কথা যে কয়।
আর, ভয় করিনা কিছুই আমি-
রক্ত গেছে সয়ে,
তাই, ভয়ের রাজা বড়ই বেজার-
আর না আমায় পেয়ে।
শঙ্খ যেন মরলো পরে ই-
তার, ধ্বনির শুধুই জয়,
সেতো, নেই বলে আর তাঁর জীবনে-
মৃত্যু হবার ভয়।
সেই, আমার জীবন সুরুজ তাপা-
আগুন ঝড়ে গলে,
বাধলে শিলায়-
বাঁধন হারা-
সুখ গুলো যায় ভুলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast