www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেই দিনগুলো যদি ফিরে পেতাম

সেই দিনগুলো যদি ফিরে পেতাম
আব্দুল কাদির মিয়া
==========================
সেই দিনগুলো যদি ফিরে পেতাম
বাবার কাছে চার আনা-
চেয়ে নিতাম,
বর্ষার ভরা বিলে ভেলা ভাসাতাম-
কলমি শাপলা গুলো-
তুলে লইয়ে হাতে-
নায়ের বাদাম ঐ গান ধরিতাম।
সেই দিনগুলো যদি ফিরে পেতাম।
ঐ দিন হাতে হাতে লাটিমের খেলা-
ল্যাংটারা মিলে সবে-
খেলে আমতলা।
কেটে যেতো সারাদিন-
খেয়ে কাঁচা আম,
জনু, চাঁনুরা গাছে-
উঠে পারে জাম।
সেই দিনগুলো যদি ফিরে পেতাম।
সেইদিন কতদিন রোজ বিকেলে-
ধনিচার মাঠে ছুট-
কানামাছি খেলে,
সন্ধ্যাতে সবে মিলে দেখি একদিন-
আকাশে বাঁকা চাঁদ-
কাল রমজান।
সেই দিনগুলো যদি ফিরে পেতাম।
আজ কত জ্বালা কষ্ট-
মান-অভিমান,
ঘাম ঝরা কাজে তবু-
নাহি মিলে মান।
আদরের ঘরে দুঃখ-
কাঁদে প্রতিদিন,
মন চাহে সেই দিনে ফিরে যেতাম।
সেই দিনগুলো যদি ফিরে পেতাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast