www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাত ই শ্রাবন

সাত ই শ্রাবন
আব্দুল কাদির মিয়া
----------------------
দেয়া ছিলো কথা
সাত ই শ্রাবনে ফের-
হবে মোর দেখা।
এখন আসি-
মুছে ফেলো চোখ খানি।
ঐ স্মৃতির স্বরনে থাকা, আজো সরেনি-
সে, ভুল করেও একতিল,
আজ সাত ই শ্রাবন।
শেষ হতে আছে বাকি,
এই কিছুক্ষন।
বড় একা নিঃশব্দ নিস্তব্ধ-
দেয়া ডাকে গুরু গুরু,
যম কালো আধারে ভাসে-
শুধু বিজলির মহড়া।
ভয় জাগে মনে আর কত দূর-
অচেনা ঠিকানা কিছু,
হলো কিনা ভুল-
পথ চলা একা!
এইটুকু বলে,যায় সবি ভুলে-
আসে স্বরনে সাধন,এই সাত ই শ্রাবন।
আজ যতই নিশি কালো-
তাতে কিবা আসে গেলো,
অধীর হৃদয় পাবে-
তারি দর্শন।
বাতাসের বেগ-
উড়ে আসে তেড়ে,
মুছে দেয়া ভয়গুলো-
জেগে উঠে ফিরে,
অচিন পথের নাহি মিলে ঠিকানা।
তবে,নিরব বটের তলা-
জটা মাথা জপ মালা-
লয়ে হাতে,
মজে আছে নিশি সাধনায়।
পিদিম গাঁয়ের খোঁজে-
ডাকে যদি তাঁরে,
আশার মিলনে নাকি-
শাপে চির ধরে।
যার বুকে সুখ-
মুখে হাসি,
মিলনের বাজে বাঁশি-
আজ সাত ই শ্রাবন।
তাই দুঃখ যেন কিছু নহে-
ওরা নিয়তির স্রোতে বহে,
চোখ জল ফেলে ফেলুক-
নেই অনুশোচন।
তবে মগডাল ভেঙে বটের-
কাঁধে যদি পড়ে,
ব্যথায় ভাঙিয়া স্বপন-
কেঁদে উঠে-
ওরে..........
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast