www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওয়া হুয়া মা য়াকুম

ওয়া হুয়া মা'য়াকুম
আব্দুল কাদির মিয়া
-----------------------
আমি সেখানেই আছি তোমার
ওয়া হুয়া মা'য়াকুম
তোমরা যেখানেই থাকোনা কেন,
আয়নামা কুন্ তুম।
কে বলে ঐ খুঁতহীন খেয়ালের বানী।
সিন্ধু গহীন অতলে,
সিন্ধুক কি অনলে।
তুমি রবে যেথা যেমনি-
সে রবে আদলে।
কে সে ঐ কি সেই বানী।
কি বলিতে চাহে তোমাকে।
এসো চক্ষু বুজিয়া-
নীরবেতে দেখি তারে,
দেখি ভাবিয়া।
তুমি থাকবে যেথা যেমনি করে।
রইবে তো সে তোমায় ঘিরে।
করলে কি সে গোপনেতে-
দেখবে দাঁড়াইয়া।
এসো চক্ষু বুজিয়া নীরবেতে-
দেখি তারে-দেখি ভাবিয়া।
নিজের তরী ভাসাই কিনা-
জোরার পাতন খুলিয়া।


সংক্ষিপ্ত অর্থ-- এখানে মহান প্রভু সতর্ক সংকেতে তার পবিত্র বানীতে এই বলিতেছেন
যে ওয়া হুয়া মা'য়াকুম-আয়নামা কুন্ তুম অর্থ তুমরা
যেখানেই যেভাবেই থাকো না কেন আমি তোমাদের
সঙ্গেই আছি,তোমরা প্রকাশ্যে ও গোপনে যাহাই করে
থাকো আমি সকলই দেখি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast