www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নর পিশাচ

নর পিশাচ
আব্দুল কাদির মিয়া
-----------------------------
মানুষ খাদক নর পিশাচের
মৃত্যু ঘন্টা জঙ্গ।
বাজাও জোরে বজ্র তেড়ে-
পুব সুরুজের লালটি ধরে,
অস্ত বেলা শেষ জমিনে-
আকাশ কাঁপা ঢং।
আয় জনতা আয়রে সুধী-
আয় খবরি কন্ঠে কোঁদে,
চাষী মজুর জেলে কামার-
আয়রে কবিয়াল।
আয় মিলে সব বটের তলে-
শহর আরও গাঁওয়ের কুলে,
মানুষ খাদক নর পিশাচের-
জমাই নিপাত মেল।
আর নাহি চাই এই জমিনে-
মা-বোন শিশুর চোখের কোনে,
এক ফোঁটা জল হৃদয় ফাটা-
অগ্নি ঝরা কান্না।
বঙ্গ মায়ের স্বপন ধরা-
সব প্রহরী আমরা যারা,
সেথা- মানুষ খাদক নর পিশাচের,
ঠাই কি হবে?
আর না।
আজ আমাদের রক্ত শপথ-
আর নহে ভুল হটাও কু-পথ,
তোলো হে নবীন প্রবীন বৃদ্ধ-
কন্ঠে দৈত্য সুর।
দেখবে খাদক চোখের আলো-
সব যেন ঘোর নিশির কালো,
তবে,বলবে মুখে- বাপরে পালাই,
তুফান,হাড় ভাঙা মুড় মুড়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast