www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাতিসংঘ

জাতিসংঘ
আব্দুল কাদির মিয়া
-----------------------------
মানব জাতির সংঘ জানি
বিশ্ব খানি বেড়ে।
তার চেয়ে জোর,নেই কারো আর-
যে,পাহাড় ছুঁড়ে মারে।
কেউ কারো ধন,কিবা তার মন-
কিবা জাতের সত্তা ধরে,
লুণ্ঠনে তাই শক্তি কি পায়?
যেন কেউ নহে তার ধারে।
তবে,সে কোন পাহাড়?
নেই জুড়ি যার-
এমনি বাহু বল।
রোহিঙ্গা সেই জাতির সনদ-
সব করে অচল।
ধ্বংসিলো তার খামার ভিটা-
মারলো হিসাবহীন,
পুড়লো বাড়ি,কাঁড়ির কাঁড়ি-
নারীর সৎয়ে ঘিন।
এবার, লোহার দন্তে বলবো কষে-
বলবো, চেপে বলবো পিষে,
আমরা মানুষ,শুধুই মানুষ,
সবাই একি জাত।
রক্ত ভেদে,রক্ত ক্ষুদে-
নেই কোন সেই জাত ভেদাভেদ।
এক পৃথিবীর আকাশ তলে,
জগৎ প্রভু বললো যারে,
আশরাফুল মাখলুকাত।-(সৃষ্টির সেরা জীব মানুষ)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast