www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এসো সাজাবো বধূ সাজ

এসো সাজাবো বধূ সাজ
আব্দুল কাদির মিয়া
------------------------------
এসো সাজাবো বধূ সাজ
এই যে কাকন,
এক দরে দাম,
আলতা,আয়না,ফিতে-
চিরুনি কাজলের সাথে।
নাকের নোলক খানি-
এমনিতে দিলো সেও,
সাত রং পাথরের কাজ।
এসো সাজাবো বধূ সাজ।
আর নেই ভয়-
যদি বেলা শেষে রাত হয়।
টোকাই বকুনি বুড়ি -
আসে শুধু তুরতুরে।
অচিন গলিতে ডেরা-
কারো চিনিবার নয়।
তোমায় কুড়িয়ে না পারে-
আর নিতে কেড়ে,
পায়ে আজ ব্যথা নেই-
আছে মেলা জোর।
চাকায় ভরেতে ভরে-
চাইবো না পিছু ফিরে,
হারাবো দু-জনে মিলে-
সেই বহু দূর।
বুড়ি ডাকে কিহে খেপা-
কাকে সাজালে বধূ সাজে?
ইস,তোর যে গায়ে ভরা জর!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast