www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লিখে যেতে একটা গান

লিখে যেতে একটা গান
আব্দুল কাদির মিয়া
---------------------------------
অনেক আশা ছিলো যে আমার-
লিখে যেতে একটা গান।
জীবনের শেষ টুকু থাকবে সেথা-
আমি,কাঁদবো যদিও তবু-
ফুরাবে ব্যথা,
ঠিক যেন পৃথিবীর প্রান।
ভাবতে আমার গেলো যে কত-
সময়ের রাত আর দিন।
চাঁদের চেরাগ মজে,
নেতিয়া পরিলো তেজ-
সুরুজের ও সব টুকু।
তবু,গানের কলি না পাই খুঁজে-
আসেনা কিছু লিখতে বুঝে,
হবে কি সে গান আমি মরনের পর?
আমি,মরিতে চাইনা কোনো দিন।
বলোনা হে দেশ তুমি-
করুনার কিছু মুখ তুলে।
জীবনের সব কিছু,দিতে আমি তোমাকে-
গিয়ে ছিলাম, নিজেকেই ভুলে।
নেই আজ কিছু আমার-
শুধু এক তুমি ছাড়া,
কলমের কিছু কালি,
সেও চলে গেলো ওরা।
তাই, কান্না ঝরা শুধু এইটুকু চাওয়া আমার-
মরনের মাচাটাকে,
নির্জনে নিও কাঁধে তুলে।
করুনার কিছু জল ফেলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast