www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাটলো জীবন ভাব ঝিমাতে

কাটলো জীবন ভাব ঝিমাতে
আব্দুল কাদির মিয়া
----------------------------------
কাটলো জীবন ভাব ঝিমাতে
চেয়ে ও তাহার মাঝে।
পেলাম কিসে, না পাই খুঁজে,
নিজকে ভাবি বাজে।
কথার মালা সুঁই সুতোতে-
গেঁথেই বেলা শেষ।
রাত্রি হলে না পাই কিছু-
সেই ভিনে আর অন্য কিছু,
আধ পাকা চুল পেলাম তবে-
ভালোই লাগে বেশ।
তবে,ভাবনা যে পাই নতুন করে-
হাঁটলো জীবন অনেক দূরে।
আর কত দূর যাওয়ার পালা-
কে জানে তার কী।
তাই,মন আমারে ডাকলো পাখি-
নিজ কে নিজেই দিলি ফাঁকি।
রাত পোহালে পাইলি আলো-
দিন ফুরালে আবার কালো,
তুই,উড়াল দিলে ফুরাবে সবি,
রইবে কি তর বাকি?
উড়বি যে আর,নেই সে উড়াল-
চলবি যে পথ হীরক ধারাল,
সে তো অগ্নী পারে,রয়েছে পাতন।
আবার,অন্ধকারের আধার ভয়ে-
চোখ দুটি যায় এমনি ক্ষয়ে,
চাইলে তেমন,এই যেন কি-
চুল থেকে চিকন।
ঐ পারাপার নিঠুর ভয়াল
তবে,এই জীবনে পরের খেয়াল,
হয় যদি তার আধার পারে,
ধূম্রু জালের ঝঞ্ঝা দূরে,
শোষন,পীড়া মুক্ত তরে
নেয় টানিয়া বুক পেতে আর-
চোখ গড়া জল কান্না,
লয় মুছিয়া হৃদয় টানে-
পরকে সে নিজ আপন জেনে,
তবে,ঐ পারাপার তার তরে আর,
ভয় নহে সে ভিন্ন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast