www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অমর তনু

অমর তনু
আব্দুল কাদির মিয়া
---------------------------
তোমার মুখের মলিন হাঁসি
আজো চোখে আসে জল।
হে স্বাধীনতার অমর তনু
তুমি সন্ধে ঘরের ধুপায়িত সেই সন্ধেবাতি-
প্রহর গনা নিঝুম রাত্রির-
নিরবে ঘুমন্ত মানুষের সেবা রত-
ত্রিশাল হাতে চেরাগে বিধিম ধরা-
এক অতন্দ্র প্রহরী।
হে বন্ধু বল.... বল তুমি-
তোমার বুকে কেন এত বল।
তুমি ভোরের উদিত সূর্য্যের ঐ ষান ধরা-
ঝল মলে এই শ্যামল সবুজ বাংলার,
শেষ প্রান্ত ধরে উড়ন্ত সেই লাল সবুজের -
এক পত পতে পতাকা।
তুমি শিশিরের সেই বিন্দু ঝরা লাল গোলাপের-
পাপড়ি লেপনে,
পল্লব যেন তার আবিরে মাখা-
এক স্বর্গীয় কানন কুঞ্জ, কামিনী, রত্ন ধর।
বল হে বন্ধু...বল তুমি-
এই বাংলা কেন তোমার ঘর।
তুমি বলহীন মানুষের মুক্তির তরে-
নর রাক্ষসী ষড় জাল তোমার উদ্দাম উদ্দীপ্ত,
বিবেকের সেই পর্বত চূর্ণ হাতুড়ির বজ্র হাকুনিতে-
লন্ড ভন্ড ছিন্ন ভিন্ন কারি,
লাল অর্শ্বে চাড়ন সিপাহী,
ন্যায় খঞ্জর হাতে ছোটা ধনুর্ধর।
তাই দৈত্যরা কেড়ে,নাহি উঠে পেরে-
লুন্ঠিতে তোমারি হৃদয় এই বঙ্গ,
এই বাংলা তোমার ঘর।
হে বন্ধু তুমি আমার... তুমি সবার-
জনম জনম ধরে তুমি জাতির পিতা,
তোমার কেউ নহে পর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast