www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুই কই গেলিরে মা

তুই কই গেলিরে মা
আঃ কাদির মিয়া
-------------------

খাওয়ালো যে পেট ভরিয়া
হাতে হাঁড়ি কেঁচে।
খাওয়ার ভানে উপাস মায়ের -
মুখ আঁচলে মুছে।

ডাকে, আয়রে বাবা আয়।
জলদি খাবি -
দেখরে সোনা, বেলা ডুবে যায়।
আজ, রাত গভীরে ঝিঝি ডাকে,
বৃষ্টি ঝরে বিজলি ফাঁকে -

আকাশ দেখি আধার অচেনা।
আমার ঘরে জ্বলছে আলো-
আছি আমি অনেক ভালো,
নকশি কাটা সেগুন খাটে-
আমার বিছানা।
তুই কই গেলিরে মা -

তোকে, না পাই খুজে ঘরে বাইরে-
না পাই ঠিকানা।
ঐ, মাটির ডেরায় চেরাগ টা তোর
আর তো জ্বলে না

সেই, দিন গুলো সবি আজ-
মনে পরে যায়।
জামা কিনিতে ঋন-
শোধ দিতে কতদিন।

তোর সারা দিন কেটে ছিলো -
পাট জাগ,নায়।
আমার দুঃখে, কষ্টে যে তোর -
চোখ দুটি কেঁদে ছিলো-
বোবা কান্নায়।

হাসলে আমি, সেই ব্যথার নদী যেন -
আঘাতের রোদ্রে শুকায়।
আজ আমার কত জামা -
কত সুখ কত সেই,
নেই মা শুধু তুই নেই।

তুই, কই গেলিরে মা -
তোকে না পাই খুজে ঘরে -বাইরে
না পাই ঠিকানা।
ঐ মাটির ডেরায় চেরাগ টা তোর -
আর তো জ্বলে না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast