শফি আহমেদ
শফি আহমেদ-এর ব্লগ
ক্রমানুসার:
-
একহাত আকাশ একমুঠো মাটি
দু'বেলা, দুটো দানা
আমারে তুমি নাই দিও।
শুধু একফোঁটা শিশির জল [বিস্তারিত] -
যদি সোনার বাংলায়
সাত সকালে
আকাশপারের রঙধনু
হাসিয়ে ঝরে পড়ে [বিস্তারিত] -
রাত্রিকাঁকালে যেন চন্দ্ররসে
ফোটা পদ্ম, পানোন্মত্ত দু্যতি।
জোছনা ধোঁয়া হরিৎ সকালে
পলাশ-শিমুলের ডালে ডালে আগুন ঝরা [বিস্তারিত] -
কোথা সে পিয়াসী থাকে কোন সুদূরে
এতো ভেসে যায় নদী ঐ জলের ঘাটে।
আগে জানলে...
আমি কলসী লয়ে আসতামনা। [বিস্তারিত]