www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগে জানলে

কোথা সে পিয়াসী থাকে কোন সুদূরে
এতো ভেসে যায় নদী ঐ জলের ঘাটে।
আগে জানলে...
আমি কলসী লয়ে আসতামনা।

বাঁধ ছাড়া দূরের ঐ গগন পারে
ভিজে ভিজুক বাদল
তোমার আঁখিকোণে অশ্রুজলে।
ও আমার দরদিয়া রে
আগে জানলে...
তোমার ঐ পিছল ঘাটে
আমি পাঁ ফেলতামনা।

বিন্দুজলে সাগর ভরে
ভরাট হল সেই কবে।
অনাদি কাল বহিয়ে গেল ঐ জলে
তবু কেন সূর্য ডুবে
পাঁপড়ি কিনারে এক বিন্দুজলে?
আগে জানলে....
ঐ লাল গোলাপের শিশিরে
আমি চোখ ফেলতামনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast