www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বঙ্গ জীবনের তুমি এক প্রান

বঙ্গ জীবনের তুমি এক প্রান
আঃ কাদির মিয়া
--------------------------

সাবাস বেটি, সাবাস রথী
সাবাশ বীর কন্যা।
থাকবে তুমি সাহ্মী হয়ে -
কাল জয়ী এক স্মৃতি লইয়ে,

যদিও তুমি জাও পর পাড়,
এই বাংলার অনন্যা।
ভয় কি তোমার জাও এগিয়ে -
নেশার ধংশ এক, তুফান হয়ে,

পর্বতি ঝড় মাদক গুলো
সিন্ধু গতি বেগে।
করে লন্ড,করে ভন্ড,
বাধো দড়ি যত ভণ্ড

হাতে পায়ে পরাও শিকল-
বুকের মায়া ত্যাগে।
ভয় করো না হে এাস গ্রাসি-
লও তুলে আজ খতম বাশি,

বাজাও পাগল, উল্কা ধুমে-
খঞ্জরে নুপুর।
ঝুমুর তালে ধরবে হাতল-
করবে নিপাত,ফেলবে পাতল।

সব মাদকের মুন্ডু খানি-
পাইলো যেন যমে।
হে রাজ্যেশ্বরী,সংস্কারক,
উৎ কর্ষ সাধিকা,

হে বদ হারিনী,ভাং বিনাশি-
দেশ হিতৈষী জননী।
ভেঙ্গে দাও ওদের দম্ভ,
অ শুভ শক্তি সব করে চুর্ণ-
করে বি কলাঙ্গ।

বাড়ো সামনে করে বুক টান-
নও হে তুমি একা,
এই বাংলার মানুষেরা আছে দাঁড়িয়ে-
দেখো চেয়ে পিছু দিনের আলোয়,
বঙ্গ জীবনের তুমি যে এক প্রান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast