তারা কেনো খসে পড়ে
খসে যাওয়া তারার জন্য হৃদয় কাঁদে
কখনো কখনো আকাশ পানে চেয়ে
থাকতে থাকতে চোখ ভিজে নোনা জলে।
কালো আধার রাতে খসে পড়া তারার স্মৃতিতে
ব্যাকুল হই,,ব্যথিত হই নীল কষ্টে
ছুটে যাই রাস্তার পাশে কবরের কাছে
তড়িৎ জিজ্ঞাসা করি তারা কেনো খসে পড়ে।
তারার আলোয় চলতো জাহাজ নামক জীবনটা ,
দমকা হাওয়ায় ছিড়ে যেত পাল
তারা জ্বল জ্বল করে পথ দেখিয়ে নিয়ে যেত আপন ঠিকানায়।
তারা যখন আলোকিত করে ঘর
বুঝি না আমরা অনেকে
খসে পড়লে ছুটতে থাকি মিথ্যা মায়া মোহে।
কখনো কখনো আকাশ পানে চেয়ে
থাকতে থাকতে চোখ ভিজে নোনা জলে।
কালো আধার রাতে খসে পড়া তারার স্মৃতিতে
ব্যাকুল হই,,ব্যথিত হই নীল কষ্টে
ছুটে যাই রাস্তার পাশে কবরের কাছে
তড়িৎ জিজ্ঞাসা করি তারা কেনো খসে পড়ে।
তারার আলোয় চলতো জাহাজ নামক জীবনটা ,
দমকা হাওয়ায় ছিড়ে যেত পাল
তারা জ্বল জ্বল করে পথ দেখিয়ে নিয়ে যেত আপন ঠিকানায়।
তারা যখন আলোকিত করে ঘর
বুঝি না আমরা অনেকে
খসে পড়লে ছুটতে থাকি মিথ্যা মায়া মোহে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃঅলোক সরকার ০৯/০১/২০২৩সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ১১/১২/২০২২ভাল।
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/১২/২০২২পড়লে সিতারা খসি
উঠতে চায় না হৃদয়ের কোণে
বারেক সোহাগে শশী!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।