www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুভ বসন্ত

বহুদিন পরে আসিছে শুভ বসন্ত
মোর মনের অশান্ত ঘরে
হলো অবসান শত প্রতীক্ষার
আজি ফাগুনের প্রথম প্রহরে
কোকিল গাইবে আজ বসন্ত গান
যাবে না ফিরিয়া নীড়ে
বিরহী ফাগুন রবে না মিছে
ছুঁয়েছে সে বাসন্তী রং প্রাণের তরে।

ভোরের লালচে সূর্য আলোয়
মুকুল আলো ঝলমল করে
কুঞ্জে কুঞ্জে ফুটিছে হরেক ফুল
করিবে বসন্ত বরণ আড়ম্বরে
পলাশ শিমুলের রক্ত রঙে পুলকিত
কৃষ্ণচূড়া রং ছড়ায়ে পড়ে
ভ্রমরার গুঞ্জনে মুখরিত তব রূপ-সুধা
সরব প্রকৃতির চারিধারে।

দখিনা বাতাসের ঝিরিঝিরি হাওয়া
লেগেছে হৃদয়ের দুয়ারে
উন্মাতাল বসন্ত যৌবনা উন্মাদনায়
খুঁজিয়া পেয়েছি তোমারে
খোঁপায় গাঁধা-শিমুল,খোলা চুলে
গলে সাদা-হলুদ মালাহারে
ফাগুনের বাসন্তী রং শাড়ির সাঁজে
স্তব্ধ তব রূপ নিহারে
যেন হলুদিয়া অপ্সরা রয়েছে দাঁড়িয়ে
ভাসিব তব রূপ সাগরে
পথভ্রষ্ট বসন্ত পথিক হব আজি
তব মোহের অকুল পাথারে।

শীতের জীর্ণতা ঝেড়ে বরিবো আজি
বসন্তের আগমনী সাঁজে তোমারে
তুমি মোর কৃষ্ণচূড়া, শিমুল পলাশের
বসন্ত কুজনে সারা দাও মোরে
মোর আত্মহারা,বাঁধনহারা প্রাণ
পূর্ণ করিব দান তব চরণ দ্বারে
গ্রহন করো সিক্ত করো আজি
ভালোবাসার বসন্ত রঙে আমারে
ডুবিয়া রব তোমার রক্ত রাঙা মোহে
প্রেমের শাশ্বত স্বর্গদুয়ারে
তুমি মোর রানী, তুমি মোর দেবী
দাঁড়িয়েছি যে তোমারি দুয়ারে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল লেগেছে লেখাটি।
  • কে. পাল ২১/০৭/২০১৮
    Valo
  • অসাধারণ
  • সাঁঝের তারা ২০/০৭/২০১৮
    সুন্দর
  • এই প্রচণ্ড গরমে হঠাৎ বসন্ত-বন্দনা!
  • জহির রহমান ২০/০৭/২০১৮
    বেশ!
 
Quantcast