www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আবেগ আর যুক্তি বনাম ধর্ম আর রাজনীতি

আমরা চলি আবেগ আর ভ্রান্ত মনের যুক্তিতে
মানতে চাই না আইন-কানুন আর দেশকৃষ্টি
মুক্ত হয়ে উদার ভাবনার মুক্তিতে।
নীতি কথায় যাই বলুক, শিখলাম যা বই পড়ে
আস্তাকুঁড়ে ফেলে সেসব, এগিয়ে যাব রক্তক্ষরে
মানলে তুমি সরল পথের সকল চাওয়া- দাবি
বোকা তোমায় ভাববে তারা, সারল্যতার চাবি
আবেগ দিয়ে চলি আমরা, মানবতায় দিয়ে কবর
পাশের লোকের অসহায়ত্বে
দুখি গরীব অবলাদের নিই না কোনো খবর।
ধর্ম মানি যুক্তি দিয়ে
রাজনীতিতেও তাই করি
আরবদেশের খোলস পড়ে
ভন্ডামীতে পেট ভরি।
কী যে আছে ধর্মকথায়, যাই না তার গভীর তলে
আবেগ দিয়ে প্রেমিক সেজে রাত্রি ভেজাই চোখের জলে।
সংবিধানে কী যে আছে, মানবতা! মানে কী তার
জনগণের হকটা কী? জানি না কী মানবাধিকার।
তবুও আমরা ভাল আছি, রক্ত দিয়ে গড়ছি জোট
গমচোরদের মাল‌্য দিয়ে, রাজ-দস্যুদের দিচ্ছি ভোট।
আইন-কানুনের ধার ধারি না, নেতার মাথায় দিচ্ছি তেল
তিনিই আমায় করবেন পার, হোক না ফাঁসি কিংবা জেল।
নেতার চোখে চাওয়া-পাওয়ায়, কর্মীসমাজ আর আম-জনতায়
দলের পূজোয় দেশের সেবা, নেতা তোমার মুক্তিতে।
চলছি আমরা আবেগ দিয়ে, ভ্রান্ত মনের যুক্তিতে!!
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৫৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবেগ চলেছে বাতাসের আগে, ধর্ম চলেছে পিছে
    কিছুদূর যায় পিছে পিছে চায়, কর্ম পড়েছে নিচে
  • Înšigniã Āvî ১৭/১২/২০১৩
    অসাধারণ...
 
Quantcast