www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যতবড় শীত তত বড় আগুন

- আহমাদ সাজিদ ( উদাস কবি )
চারপাশে এত আগুন
কামনার আগুন, তাড়নার আগুন, ক্ষুধার আগুন, রিপুর আগুন
জ্বলছে বুকে অভাবের আগুন, চিত্তের আগুন
আগুনে পুড়ে সব ছাই
তারপরও কেন চাই
দ্রোহের আগুন, চাহিদার আগুন, উল্লাসের আগুন, প্রেমের আগুন
আগুন!
আগুন!!
আগুন!!!
রক্ত কণিকায় জমে দ্রোহের জীবাণূ, কীটের তাজা ভ্রুণ
তবুও চাই আগুন
কলে আগুন,কারখানায় আগুন, খনিতে আগুন, মাঠে-ময়দানে আগুন
পুড়ে গোডাউন
পুড়ে পুড়ে অংগার, পুড়ে যায় সব
পুড়ে হয় ছাই
মানবতা, বিবেকের রেশটুকু,মূল্যবোধের কেতন
পুড়ে কত পরিবার, সংসার, সমাজ, রাষ্ট্র
পুড়ে পুড়ে সব ছাই, তবু তারা বুঝে না-
এ মরণ ফাঁদ!
আগুন তো বুঝে না ছোট-বড়,নগণ্য-জঘন‌্য, কুড়েঘর, আর রাজপ্রাসাদ
ধ্বংশ হয় ইতিহাস, সভ্যতা, মানবতার চেতন
তারপরও চাই আগুন, শুধুই আগুন?
আগুন
আগুন
আগুন!!!
বাসে আগুন, ট্রামে আগুন, ট্রাকে আগুন, ট্রেনে আগুন
আগুনে দগ্ধ জাতি, পুরো দেশ
তবুও চাই আরো আগুন।
টাকার কুমীর চায় আগুন, রন্ধনশালায়
নেভাতে পেটের আগুন
পুড়ে হয় বিকল শিরা উপশিরা, চলে তবুও ভুঁড়ি আয়োজন
সুশীলবাবুরা জ্বালে চুরুটের পশ্চাত্দেশে
চিত্তের আগুন
তবুও তারা বুঝে না
মুখ শুধু পুড়ে না, পুড়ে হয় বিকল ভিতরের হৃদযন্ত্র
রাজা চায় প্রজাদের দিয়ে আগুনের ইন্ধন বানাতে
ওরে কে কোথায় আছিস? জ্বালা
আগুন জ্বালা, লেগেছে কত শীত
কাঁপছে রাজার তক্তভীত, মানবতার ইন্ধনে জ্বালা আগুন
শীতের দাপটে অগ্নি গায়ে মেখে
বলছে রাজা চিত্কার করে, আকাশচুম্বী লেলিহান শিখা দেখে-
"যতবড় শীত, তত বড় আগুন"
আগুন!
আগুন!!
আগুন!!!
ও রে কে আছিস?
মিটিয়ে আজ রাজ-খায়েস, জ্বালা আগুন, রাজ_অগ্নির দহন
পুড়ে কর ছাই রাজসিংহাসন
ওরে চল!!
ধুমছে পেটাই আজ, আগুনের ঢোল পিটাই
জ্বালিয়ে পুড়িয়ে করি জঞ্জাল ছাফ
আজ আগুনের দাপটে রাজার চিত্তের ক্ষুধা মেটাই!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast