www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনের গান

কখনো চোখে জল, বুকে বড় ব্যাথা
তবুও মুখে হাসি! (ও বন্ধু; আমার মুখে হাসি )
যতই ব্যাথা দাও, কর অভিমান
তবুও ভালবাসি!! (ও বন্ধু! তোমায় ভালবাসি )

তুমি যদি দাও কাঁটা; আমি দেব ফুল
সাগরের ঢেউ হলে; আমি হবো কূল
তিন মাস ভালবাস, ছয় মাস দূরে থাক
অভিমানে তিন মাস, কখন যে কাছে ডাক
সেই আশায় কাটে দিন....................
তবুও প্রেম আমার বারো মাসই!!
যতই ব্যাথা দাও, কর অভিমান
তবুও ভালবাসি!! (ও বন্ধু! তোমায় ভালবাসি )

তোমার আকাশ যদি হয়, শ্রাবণ-মেঘে ঢাকা
আমার আকাশ শুভ্রতায় ভরা, নেই কোনো ফাঁকা
তুমি পৌষের কনকনে, উত্তাপে ভরা
আমি বসন্তের কোকিলে, ছন্দে গড়া
আমার গানের সূরে, পাতা ঝরা গাছে-
শত পল্লব- পুষ্প ভরে, রাশি রাশি!
যতই ব্যাথা দাও, কর অভিমান
তবুও ভালবাসি!! (ও বন্ধু! তোমায় ভালবাসি )

তুমি যদি করো মান, করো অনুযোগ
আমি নরকেও ভালবাসা করি উপভোগ
তুমি যদি হও রাণী, আমি দেব ফুল
আইনের ফাঁক গলে করে যাব ভুল
তোমার প্রেমের তরে আমি..............
গলায় নেব ফাঁসি!
যতই ব্যাথা দাও, কর অভিমান
তবুও ভালবাসি!! (ও বন্ধু! তোমায় ভালবাসি )
কখনো চোখে জল, বুকে বড় ব্যাথা
তবুও মুখে হাসি! (ও বন্ধু; আমার মুখে হাসি )
যতই ব্যাথা দাও, কর অভিমান
তবুও ভালবাসি!! (ও বন্ধু! তোমায় ভালবাসি )

×××××××××× কবিতা আসরে প্রকাশিত×××××
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আরজু নাসরিন পনি ১৩/১১/২০১৩
    হাহা
    সত্যিই দারুণ লাগলো পড়তে !
    অনেক সুন্দর ।
    শুভকামনা রইল, সাজিদ ।।
  • সায়েম খান ১২/১১/২০১৩
    পল্লীকবি জসীমউদ্দিনের
    লেখা প্রতিদান কবিতাটির
    কথা মনে পড়ে গেল-
    আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা
    আমি বাঁধি তার ঘর,
    আপন করিতে কাঁদিয়া বেড়াই
    যে মোরে করেছে পর্।
    যে মোরে করেছে পথের বিবাগী
    পথে পথে আমি ফিরি তার লাগি,
    দীঘল রজনী তার তরে জাগি
    ঘুম যে হরেছে মোর,
    আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা
    আমি বাঁধি তার ঘর...
    চমৎকার কবিতা, এরকম প্রতিদান
    সবাই দিতে পারেনা। ধন্যবাদ, আমার ব্লগে দাওয়াত রইলো।
  • সায়েম খান ১২/১১/২০১৩
    পল্লীকবি জসীমউদ্দিনের লেখা প্রতিদান কবিতাটির কথা মনে পড়ে গেল-
    আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবার
    আমি বাঁধি তার ঘর,
    আপন করিতে কাঁদিয়া বেড়াই
    যে মোরে করেছে পর্।
    যে মোরে করেছে পথের বিবাগী
    পথে পথে আমি ফিরি তার লাগি,
    দীঘল রজনী তার তরে জাগি
    ঘুম যে হরেছে মোর,
    আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবার
    আমি বাঁধি তার ঘর...
    চমৎকার কবিতা, এরকম প্রতিদান সবাই দিতে পারেনা।
 
Quantcast