www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অংকটা জটিল

বারবার কষেও শেষ ফলটা বের করতে পারছি না
জীবনের খাতায় বড়ই জটিল অংকের পাতায়
ক্ষয়ে যাচ্ছে প্রতিদিন খাতার কত না পাতা
পৃষ্ঠার পর পৃষ্ঠা! নষ্ট করছি আর ভাবছি।
কক্ষের ভিতরে বাড়ছে ছেঁড়া পাতার স্তুপ।

হাঁফিয়ে উঠছি আর পানি পান করছি
এক গ্লাস, সাথে বহু গ্লাস আরো
একবার উঠে বাইরে যাচ্ছি, ফিরে আসছি
একবার বসছি, সাথে বারবার বসছি।

চোখটা বন্ধ করে, আঁধারের পৃথিবীতে
মনের অংকটা কষছি, হারছি
ভেবে ভেবে সময়ের কাঁটা হারিয়ে
বুঝছি, না বুঝাটা কতই না জটিল।

ছিঁড়ছি আর ফেলছি খাতার পাতা
মগজের খোলসে লাগছে গিট্টুটা
ঘিলু বুঝি আজ লাগবে না কাজে
গিঁট লেগেছে প্রতিটি শিরায়।

অংকটা ছিল প্রথম পাতায়
মানবকষায়, সরল নামে
ল.সা.গু আর গ.সা.গুতে
সব ফল আজ জট বেঁধেছে।

যতই এগিয়ে যাই অংকটার সূত্র ধরে
ততই পড়ছি আমি ভীষণ ধাঁধায়।
মিলবে কি মিলবে না, জানি না
কষে যেতেই হবে অংকটা।
বারবার, একবার মিলবে যদিও
ফলাফল পেয়ে যাব শেষবার
ফলাফল শেষটায় শুন্যতায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো ই বলেছেন কবিতা য়।
    • আহমাদ সাজিদ ৩০/১০/২০১৩
      ধন্যবাদ@ সাখাওয়াৎ
  • আরজু নাসরিন পনি ২৯/১০/২০১৩
    অস্থিরতায় ভরা অংকময় কাব্য...
    পড়তে পড়তে আসলেই অস্থির লাগছিল ।

    শুভেচ্ছা রইল, সাজিদ ।।
  • রাখাল ২৯/১০/২০১৩
    এতো সহজ অংক পারেননা, আমি রাখাল হলেও এটা পারি । ফলাফল না বলবোনা । চেষ্টা করুন ।
    • আহমাদ সাজিদ ৩০/১০/২০১৩
      চেষ্টায় আছি, থাকব। ভাল থাকুন....
  • জহির রহমান ২৮/১০/২০১৩
    সত্যিই জীবন নামে অংকটা বেশ জটিল। এর কোন ফলাফল খুঁজে আমিও পাইনি।
    শুভেচ্ছা সুন্দর কবিতার জন্য।
  • আহমাদ সাজিদ ২৮/১০/২০১৩
    মনটা ভীষণ খারাপ?
    আমারও..
    আজকের "কবিতা আসরে" আমার নিবেদন...
    আজকের আমার মন খারাপ
    http://www.bangla-kobita.com/kobitabilash/poem20131028011046/
 
Quantcast