www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতিবন্ধীদের দখলে এই জনপদ

- আহমাদ সাজিদ ( উদাস কবি )

মানবতা!
তুমি আজ বিষাক্ত ছোবলে
রাষ্ট্রযন্ত্রের দখলে বিষ শোষণের হাতিয়ার
তোমার বাঁচার কোনো পথ নেই।
তোমার চারপাশে সব মুক, বধির, কালাদের বাস
তোমার আর্ত-ক্রন্দন ঢুকে না ওদের চেতনায়
আর আছে, সুশীলের মোড়কে কিছু ছুঁচোদের দল।
তোমায় শোনে না, হায়েনার চাটুকার!

হায়েনার কবলে সভত্যা!
কুঁড়ে কুঁড়ে খায় শকুনের দল
নাগরিক অধিকার!

মানবতা! তুমি আজ হিংস্রতার যাঁতাকলে
তোমাকে কামড়ায়, ছিলে ছিলে খায়
দৌড়াও, পালাও, তবুও রেহাই নেই
তোমার চারপাশে সব প্রতিবন্ধীদের মিছিল
ওরা তোমার কোনো সাহায্যে নেই
নিজেদের নিয়ে নিজেরা মহা ব্যস্ততায়
তোমার করুণ আর্তি, ওদের কাছে পৌঁছবে না কখনো।

ওদের চোখ আছে; দৃষ্টি নেই!
তোমার রক্তাক্ত দেহ ওরা দেখে না।
ওদের কান আছে; শ্রবণ শক্তি নেই!
তোমার বুকফাটা চিত্কার এরা তাই শোনে না।
ওদের অন্তর আছে; স্পন্দনহীন!
তোমার মরণ-আর্তনাদ ওদের জাগায় না প্রাণের স্পর্শ।
ওদের মুখ আছে; কন্ঠনালী বিহীন
তোমার কষ্ট-ব্যসনে ওরা তাই এতো চুঁপচাপ।
তুমি আজ পালাও এই জনপদ ছেড়ে!
কোথায় পালাবে তুমি? তোমার চারপাশে সব বিকলাঙ্গ
সব আজ অশক্তের দখলে

শাসন আর শোষণে
প্রতিবন্ধী সবখানে!
প্রতিবন্ধীদের দখলে তোমার প্রিয় জনপদ!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রাখাল ২৪/১০/২০১৩
    বাস্তব!
  • আরজু নাসরিন পনি ১৮/১০/২০১৩
    উদাস কবি হলেও দারুণ দৃপ্ত হয়েছে কবিতা ।
    অসির চেয়ে মসি শক্তিশালী কথাটা আপনার লেখা পড়ে আবার মনে পড়ে গেল ।
    এখন মানুষ, মানবতা বলে আসলেই কি আর কিছু আছে ? ভাবতেই লজ্জা লাগে ।
    জীবনের কোন মূল্যই এখন আর নেই ।
    মানবতা নিভৃতে কেঁদে মরে ।
    প্রকাশে ভাললাগা রইল কবি ।।
  • ধন্যবাদ আপনার মানবতাবাদী একটি কবিতা উপহার দেওয়ার জন্য।চমৎকার আপনার ভাবনা র বিষয়বস্তু।যা আমাদের হৃদয়ের গহীনস্থ অব্যক্ত কথন।সত্যিই অসাধারণ।খুবই ভালো লাগলো।শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্য।
  • খাটি কথা আপনার কবিতায়
 
Quantcast