তোমাকেই ২
    চন্দ্রিমা জোড়া মুরতি তোমার
সোহাগ বদনখানি;
বারেবারে যেন দেখে গেছি আমি
মনের কাছেতে আনি।
সিঁথির মাঝেতে সিঁদুরের টিপ
বদন জোড়া সে হাসি;
মনে হয় বলি কাছেতেই ডেকে
তোমাকেই ভালোবাসি।
-----
সোহাগ বদনখানি;
বারেবারে যেন দেখে গেছি আমি
মনের কাছেতে আনি।
সিঁথির মাঝেতে সিঁদুরের টিপ
বদন জোড়া সে হাসি;
মনে হয় বলি কাছেতেই ডেকে
তোমাকেই ভালোবাসি।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        স্বপন গায়েন ১৫/০১/২০২০সুন্দর।
 - 
        মধু মঙ্গল সিনহা ২০/১২/২০১৭খুব ভালো লাগলো।
 - 
        সোলাইমান ১২/১১/২০১৭onk nice
 - 
        সাঁঝের তারা ১১/১১/২০১৭খুব ভালো
 - 
        সুজয় সরকার ১১/১১/২০১৭চালিয়ে যান কবিবর।
 - 
        কে. পাল ১১/১১/২০১৭Bess
 - 
        সাইয়িদ রফিকুল হক ১১/১১/২০১৭ভালো।
 
