www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজন্মের পাপ

আমি নীল জলে ডুবে হয়ে যাবো ডলফিন
কিংবা হবো উদাসী আকাশের গাঙচিল,
আজন্মের পাপ নিয়ে দাড়িয়ে থাকবো তালগাছ হয়ে;
বজ্রপাতে চমকিত ঝড় মাথায় নিয়ে তোমার অপেক্ষায়,
পথ চেয়ে।

যদি তোমার ইচ্ছে হয় ছুঁয়ে দেখার আমার মন,
মাখনের মত বানিয়ে দিবো বানিয়ে দিবো মোম;
যদি ভাসতে ইচ্ছে করে রাজ হাঁসের মত
মরা নদীর শুষ্ক বুকে;
আমি জল হয়ে তোমায় ভাঁসিয়ে নিয়ে যাবো তেপান্তরে,
দুর অজানাতে;
যেখানে সুন্দর একটা দ্বীপ আছে যার নাম ভালবাসা।

যদি আমাকে মনে পড়ে তোমার কোন এক সংকটে,
অথবা অলস দুপুরে,
কৃষ্ণপক্ষের রাতে;
আমি ছুটে যাবো এক পলকেই বাতাসে চেপে তোমার ডাকে,
নিশ্চয় ছুটে যাবো তোমার কাছে।

আমি তোমার ঋণী হলে ধার শোধ করে মুক্তি নিতাম,
আমি তোমার প্রেমী বলে-এফিটাফের গায়ে জন্ম-মৃত্যু দিন সাল না লেখা অবধি,
জোসনার মত পাহারা দেওয়ার মত প্রহরী তোমার সেবায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দুরন্ত বাসনা।
 
Quantcast