www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপ্রীতিকর অনুভূতি

আমি এক দেহত্যাগী
ছুটে চলা উল্কা,
কিছুটা স্রোতের মতই বিভ্রান্ত;
শান্ত বুকের ভেতর অস্থির এক যন্ত্রনা পুষে রাখি-
যে অনবরত গায় বিচ্ছেদের গীত!

অবচেতন মনে ভালবাসার অকারণ পিছুটান নেই-
তাই বিন্দু বিন্দু জমাট ঘামের মত,
রুমালে মুছে দেই জমায়িত ভালবাসা;
আমার আকাশ ভাঙ্গা বৃষ্টির প্রেমে পড়ে-
ভিজতে এসে,
তুমি যে অভিপ্রায়
করেছ সঞ্চয় গোপনে;
তার ভাল-মন্দের পার্থক্য বুঝা খুব জরুরী।

কারন,
আমার কানে বিকট শোনায় প্রেমের শব্দ আহ্লাদের চুম্বনে-
ছোট ছোট সুখগুলো কবেই তো পুড়ে গেছে বজ্রপাতে জীবনের পথে,
ডুবে গেছে ভালবাসার গঙ্গা জলে শুদ্ধ হতে যেয়ে;
যদি আবার ভুল করে ফেলি-
মাথা গুঁজে দেই এফিটাফে!
ধ্বংসাবশেষটা পড়ে থাকবে,
আবেগহীন অভিব্যক্তির পাতায়-
পৃথিবী জুড়ে,
নিখোঁজ সংবাদের তালিকায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রাশেদ খাঁন ১০/০১/২০২০
    সত্যিই খুব ভালো লাগলো...
  • আমীন রুহুল ০৯/০১/২০২০
    খুব ভাল
  • অনবদ্য অনুভূতির অভিব্যক্তি
  • খুব সুন্দর ভাবনা ।
  • ভালো লেগেছে।
 
Quantcast