www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সমাহার

কথা কিছু থাকে,মনের গহীনে,
হয়না বলা কভু,
মৃদু হাসি মুখ,চোখের তারায়-
কষ্ট নিভুনিভু ।
একই সাথে থাকা,পাশাপাশি চলা,
সময়কে টেনে নেয়া,
স্রোতের প্রতিকুলে,দাড় বেয়ে যায়-
পালছেড়া জীবনের খেয়া ।
কভু কদাচিৎ,কোকিলের সুরে,
বসন্ত গেয়ে ওঠে গান,
প্রানহীন হাসি,এলোমেলো খুশি-
কাটেনা চাপা অভিমান ।
কে যে দোষী,আর কে বা নির্দোষ,
বড় অমুলক খোজাখুজি,
তুচ্ছ অহমের ভারে,ব্যাবধান বাড়ে-
এতো ঈর্ষার কারসাজি ।
ভুল দিয়ে শুরু,অংকমালায়,
সমাধান মেলা ভার,
জীবনের হিসেবে,নয়ে ছয়ে মিল-
ফাকিঝুকির সমাহার ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast