www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানব

বুঝে গেছি এ জীবনে-
  চাইতে নেই বেশি কিছু,
    চাইতে গেলেই শর্ত দিয়ে-
      অস্থিরতা নেবে পিছু।
      বুঝে গেছি জীবন মানে-
     সাজানো এক খেলার ছক,
   হার জিতের স্বাদের ফেরে-
 মিষ্টি তিতে ঝাল বা টক।
 জেনে গেছি জীবন তো নয়-
    দুঃখ সুখে বেচে থাকা,
       লড়তে হবে অবিরত-
         গড়তে হলে ভাগ্য চাকা।
         জেনে গেছি জীবন সেতো-
       সুতোয় বাধা ঘুড়ি-লাটাই,
     আমরা মানব তুচ্ছ বড়-
  ভঙ্গুরতায় জীবন সাজাই।


স্বত্বঃসংরক্ষিত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আনিসা নাসরীন ২৮/০৩/২০১৬
    সত্যিই তাই
  • সুন্দর কবিতা ।
  • মাহাবুব ২৩/০২/২০১৬
    বেশ সুন্দর হয়েছে কবিতাটা কবি,শুভেচ্ছা নিবেন।
  • গাজী তৌহিদ ২২/০২/২০১৬
    সুন্দর হয়েছে হাসান ভাই
  • অসাধারণ।
  • প্রদীপ চৌধুরী. ২২/০২/২০১৬
    অসাধারণ লেখা
  • অভিষেক মিত্র ২২/০২/২০১৬
    ভালো।
  • দারুণ
  • অসাধারণ আত্মশুদ্ধির লেখা কবি,বিশেষ করে লেখার দিকে খেয়াল রাখবেন।
    • হাসান কাবীর ২৬/০২/২০১৬
      ধন্যবাদ কবি, কি ধরনের খেয়াল বন্ধু? শুভেচ্ছা।
  • খুব ভাল লাগলো। বানান গুলো দেখে নিবেন।
    • হাসান কাবীর ২৬/০২/২০১৬
      ধন্যবাদ কবিবন্ধু। বানানে আমি চন্দ্রবিন্দুর ব্যাবহার এড়িয়ে চলি, শুভেচ্ছা।
 
Quantcast