কতদিন ভেবেছি
কতদিন ভেবেছি
সাইয়িদ রফিকুল হক
কতদিন ভেবেছি শিশিরভেজা নরম রোদে
আচানক হাঁটব দিগ্বিদিক ভুলে,
ফুলের গন্ধে শুধু থমকে দাঁড়াবো একটুখানি!
নরম সকালের নরম রোদ কী যে ভালো লাগে!
স্বর্গ হতে পাই যে মধুর হাতছানি।
শহরের কংক্রিটে খুঁজে পাই না শিশিরের হাসি,
এখানে শুধু দেখি কৃত্রিমতার উলঙ্গ নৃত্য!
কতদিন দেখি না শিশিরভেজা সেইসব গ্রাম!
প্রজাপতি এখানে উড়ে না কখনো,
এখানে আসে নাকো ঘাসফড়িংয়েরা পাখনামেলে।
প্রতিদিন আমরা এখানে ঘরে ফিরি ধুলাবালি গায়ে মেখে।
সাইয়িদ রফিকুল হক
১৮/০৮/২০২০
সাইয়িদ রফিকুল হক
কতদিন ভেবেছি শিশিরভেজা নরম রোদে
আচানক হাঁটব দিগ্বিদিক ভুলে,
ফুলের গন্ধে শুধু থমকে দাঁড়াবো একটুখানি!
নরম সকালের নরম রোদ কী যে ভালো লাগে!
স্বর্গ হতে পাই যে মধুর হাতছানি।
শহরের কংক্রিটে খুঁজে পাই না শিশিরের হাসি,
এখানে শুধু দেখি কৃত্রিমতার উলঙ্গ নৃত্য!
কতদিন দেখি না শিশিরভেজা সেইসব গ্রাম!
প্রজাপতি এখানে উড়ে না কখনো,
এখানে আসে নাকো ঘাসফড়িংয়েরা পাখনামেলে।
প্রতিদিন আমরা এখানে ঘরে ফিরি ধুলাবালি গায়ে মেখে।
সাইয়িদ রফিকুল হক
১৮/০৮/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ কুমার ২০/০৮/২০২০খুব ভাল লেখা
-
আব্দুর রহমান আনসারী ২০/০৮/২০২০সুন্দর রচনা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/০৮/২০২০অনবদ্য রচনাশৈলী
-
কে. পাল ১৯/০৮/২০২০Valo
-
আফজাল সুয়েব ১৯/০৮/২০২০অসাধারণ
-
মোঃ মাহাবুবুর রহমান পথিক ১৯/০৮/২০২০আহা প্রকৃতি নিয়ে সে কি ভালবাসা।
-
ফয়জুল মহী ১৮/০৮/২০২০Valo laglo
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৮/০৮/২০২০সুন্দর ভাবনা।