মানুষের ক্ষুধাতৃষ্ণা
মানুষের ক্ষুধাতৃষ্ণা
এই মানুষের ক্ষুৎপিপাসা মিটবে নাকো মিটবে না,
কামবাসনার প্রবল তৃষ্ণা মানুষ ছাড়ে না ছাড়ে না!
ওই কামনার দোজখআগুন শুরু থেকে
নিয়েছে যে মানুষ মাথায়,
কামবাসনার ভাবনা থেকে এই মানুষের
মুক্তি মিলবে কোথায়?
এই মানুষের ক্ষুৎপিপাসা মিটবে নাকো মিটবে না,
কামবাসনার প্রবল তৃষ্ণা মানুষ ছাড়ে না ছাড়ে না!
ওই কামনার দোজখআগুন শুরু থেকে
নিয়েছে যে মানুষ মাথায়,
কামবাসনার ভাবনা থেকে এই মানুষের
মুক্তি মিলবে কোথায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ্রীমান দে ০৪/০৬/২০২০অসাধারণ কাব্যমালার সুন্দর নিদর্শন.
-
ফয়জুল মহী ০৪/০৬/২০২০অত্যন্ত মনোমুগ্ধকর লেখা ll
-
গাজী মোহাম্মদ শাহাদাত ০৪/০৬/২০২০সুন্দর লিখেছেন কবি
-
মোঃ ছাকিবুল ইসলাম (শাওন) ০৪/০৬/২০২০খুব সুন্দর হয়েছে
-
সঞ্জয় শর্মা ০৪/০৬/২০২০যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে
তারাই তো প্রকৃত মানুষ। -
মোহন দাস (বিষাক্ত কবি) ০৪/০৬/২০২০খুব ভালো লেখা ....
