www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একদিন আমি একটা সবুজ গ্রাম খুঁজতে গিয়েছিলাম

একদিন আমি একটা সবুজ গ্রাম খুঁজতে গিয়েছিলাম
সাইয়িদ রফিকুল হক

একদিন আমি যেতে চেয়েছিলাম
একটা মনোলোভা অপূর্ব গ্রামে,
যার সবকিছু হবে সবুজ আর সবুজ,
যেখানে থাকবে অসংখ্য চিরসবুজ মানুষ,
যাদের মন হবে সবুজ, যাদের দুচোখ হবে সবুজ,
যাদের হৃদয় বরফের মতো ঢাকা থাকবে সবুজ গালিচায়।

একদিন আমি একটা সবুজ গ্রামে যেতে চেয়েছিলাম,
সকাল থেকে সন্ধ্যা অবধি কত যে খুঁজেছিলাম সেই গ্রাম!
কতজনকে জিজ্ঞাসা করেছিলাম সেই স্বপ্নের গ্রামের কথা
কিন্তু কোথাও খুঁজে পাইনি সেই কাঙ্ক্ষিত চিরসবুজের গ্রাম!
কত নগর কত জনপদ পেরিয়ে হন্যে হয়ে ঘুরেছিলাম সেই গ্রামের সন্ধানে
কিন্তু কেউ আমাকে একদিনের জন্য একটু নিয়ে যেতে পারেনি সেই গ্রামে!

একদিন আমি কত স্বপ্ন নিয়ে একটা সবুজ গ্রাম খুঁজতে গিয়েছিলাম,
মাঠের পর মাঠ পার হয়ে ছুটেছিলাম সবুজ মানুষের খোঁজে,
কত খালবিল পিছনে ফেলে উর্ধ্বশ্বাসে ঘুরেছিলাম কত শত গ্রামে!
কিন্তু কোথাও মেলেনি আমার স্বপ্নের চিরবসন্তের-চিরসবুজের গ্রাম!
আমি দেখেছি শুধু শ্মশানের মতো একগুচ্ছ জলন্ত রাবণচিতার গ্রাম!
সেখানে সবুজ মানুষ নাই, সবুজ স্বপ্ন নাই, আর মানুষের সবুজ চোখ নাই!
সবখানে এখন রাক্ষুসে ক্ষুধা নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিবেকবিধ্বংসী কীট-নগরী!


সাইয়িদ রফিকুল হক
১৯/০১/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast