দেখি শুধু তোমাকে

দেখি শুধু তোমাকে
সাইয়িদ রফিকুল হক
কোলাহল দেখিনি
দেখেছি তোমাকে,
একটুকরো সোনারোদ যেন
হঠাৎ ব্যালকোনিটা ভেঙে
দাঁড়ালো এসে তোমার পাশে!
সোনারোদে দুজনে মাখামাখি,
সোনায় ভরে উঠলো পৃথিবী।
এখন তুমিই বলো
সোনালি রোদে যার উঠান ভরে ওঠে
সে কি চেয়ে থাকে রাস্তার থকথকে কাদার দিকে?
সেদিন ভারি সুন্দর জোছনা উঠেছিলো
আমাদের এই ছোট্ট পৃথিবীতে,
চাঁদের আলোয় ভেসে গেল কত যুবকের মন,
কিন্তু আমি রয়ে গেলাম তোমার সোনারোদের অপেক্ষায়।
পৃথিবীতে ফাল্গুন আসে বারোমাসে একবার,
জোছনাও ওঠে বছরে বারোবার,
কিন্তু প্রতিদিন শুধু তোমাকে দেখি ব্যালকোনি ভেঙে
ওই সোনালি রোদের পাশে!
রাস্তার কোলাহল গায়ে মাখি না,
কারও বক্রদৃষ্টি চোখে দেখেও কখনও তোয়াক্কা করি না,
প্রতিদিন সকালে দেখি শুধু সোনালি রোদের তোমাকে,
কোলাহল দেখি না, ভ্রূকুটি দেখি না, দেখি শুধু তোমাকে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৮/০৯/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সন্তোশ পাইন ২০/০৯/২০১৭অতি মনরম...
-
সাঁঝের তারা ২০/০৯/২০১৭অনবদ্য ...
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ১৯/০৯/২০১৭আহ কি মমতা!
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৯/০৯/২০১৭খুব সুন্দর। ছবি পোষ্ট কি ভাবে করতে হয় তারুন্য?
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/০৯/২০১৭খুব সুন্দর।