আতর আলী

আতর আলী
সাইয়িদ রফিকুল হক
আতর আলীর আতর নাই
গায়ে আঁশটে গন্ধ,
তবুও যে তার মুখের বড়াই
হয় না একটু বন্ধ!
লোকদেখানো বড়াই করে
হচ্ছে আতর গোমরাহ,
দেশের লোক যে বলছে তাই
মুখটা এবার সামলাহ!
মুখের বড়াই জীবনটাকে
করছে ভীষণ তিতা,
তবুও দেখি মূর্খতাই যে
আতর আলীর মিতা!
আতর আলীর আতর নাই
মনে ভীষণ ব্যাধি,
ভিতরটাতে গন্ধ শুধু
যেন পোকা গাঁধি!
দেশবাসী তাই জানতে চায়
কবে মানুষ হবে?
আতর তখন হেসে বলে:
মানুষ ছিলাম কবে?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১০/০৯/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১১/০৯/২০১৭ভালো।
-
সাঁঝের তারা ১০/০৯/২০১৭অপূর্ব!!! চমৎকার ভাবনা...