www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঈদ সকলের জন্য



সকলে মিলেমিশে হাসিমুখে কোলাকুলি করে পবিত্র ঈদউদযাপন করতে হবে। এখানে, কৃত্রিম ভেদাভেদসৃষ্টি করলে ঈদ হবে কীভাবে? ঈদ মানে তো আনন্দ। আর হিংসার মধ্যে তুমি আনন্দ কোথায় খুঁজে পাবে? তাই, মনের মধ্যে হিংসার বীজরোপণ করে তুমি মহান আল্লাহর সৃষ্টিজগতে ঈদবিনষ্টকারী হয়ো না। আর পবিত্র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা স্মরণ করো। তিনি কীভাবে ঈদ করেছেন? তিনি এতবড় মানুষ ছিলেন—তবুও তাঁর মনে কোনো হিংসা ছিল না।
ঈদের পবিত্র আনন্দ সকলে মিলেমিশে উপভোগ করতে হবে। আর সবসময় আমাদের মনে রাখতে হবে: ঈদ কোনো ফ্যাশন কিংবা অভিনয় নয়। আর ঈদের একটা দিন শুধু নিজের ধনসম্পদ জাহির করে অভিনয় করলে চলবে না। ঈদের দিন সবার কথা ভাবতে হবে। আমরা সবাই মানুষ। পবিত্র ঈদের আনন্দ হোক জাতি-ধর্ম-বর্ণ-গোত্র-নির্বিশেষে সকল মানুষের জন্য।

ঈদমোবারক।




সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
২৪/০৬/২০১৭
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৫৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast