বাংলাদেশের শত্রু

বাংলাদেশের শত্রু
সাইয়িদ রফিকুল হক
বাংলাদেশের খেয়ে-পরে
ডাকিস কারে বাবা?
মনে রাখিস খবিস তোরা
একাত্তরের থাবা!
দেশের মানুষ জাগবে আবার
খাবি জুতার বাড়ি,
বাংলাদেশের শত্রু যারা
ভাঙ্গবো তাদের মাড়ি।
একাত্তরের পাপীগুলো
তুলছে আবার মাথা,
বাংলাদেশের শক্তি দেখে
বাড়ছে ওদের ব্যথা।
দেশের খেয়ে দেশের পরে
ডাকিস কারে বাবা?
একাত্তরে মার খেয়ে যে
তোদের বাপে হইছে বড় হাবা।
বাপের কথা রাখিস মনে
সারাজীবন ভরে,
নইলে তোদের শিক্ষা দেবো
মুক্তিযুদ্ধ করে।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
২০/০৬/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২১/০৬/২০১৭একাত্তরের শত্রুরা কেন বার বার ফিরে আসে? সুন্দর
-
আফরিনা নাজনীন মিলি ২১/০৬/২০১৭অসাধারণ দেশপ্রেম! খুব ভাল লাগলো।
-
কাজী জুবেরী মোস্তাক ২০/০৬/২০১৭অসামান্য
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৬/২০১৭একেবারে দেশের জন্য।