কবিতার ফুল ফুটেছে আষাঢ়ে

কবিতার ফুল ফুটেছে আষাঢ়ে
সাইয়িদ রফিকুল হক
আষাঢ়ে ভেসে গেছে সবকিছু—
পুরাতন পাপ-তাপ আর নাই অবশিষ্ট,
মাঠ-ঘাট ছাপিয়ে পানি জমেছে উঠানে,
ভারি সুন্দর কবিতার ফুল ফুটেছে আষাঢ়ে!
বিশ্রী ময়লায় ভরে ছিল চারপাশটা
দাবদাহে মেজাজ হয়েছিলো খুব খিটখিটে
আর তাই মেজাজটা বিগড়ে
তাপমাত্রা উঠেছিলো একঠেলায়
একশ’ ত্রিশ ডিগ্রী সেলসিয়াস!
সবকিছু এখন ঠাণ্ডা,
আর চারপাশটা কী নীরব!
সবকিছু দেখতে লাগছে খুব ভালো,
জরা-জীর্ণ ধুয়ে-মুছে একেবারে সাফ!
আষাঢ়ের আগমনে শুভ্রসুন্দর
কবিতার ফুল ফুটেছে আজ বাংলার উঠানে!
কদমফুলটার হাসি দেখতে পাচ্ছি—
আজ সকালে কী সুন্দর স্নান-শেষে
অবিরত হাসছে আমাদের বাড়ির একপাশে।
হতাশা-গ্লানি-ক্রোধ ধুয়ে-মুছে
আমাদের মনটাকে শুভ্রসুন্দর করেছে আষাঢ়,
আজ সকাল থেকে অবিরাম গতিতে
আকাশ থেকে ঝরছে জলমুক্তাধারা!
এসো বন্ধু এসো হাসিমুখে—
দেখে যাও একটুখানি ভালোবেসে
সারাবাংলায় শুরু হয়েছে খুশির কাব্যপাঠ!
এই বাংলায় কবিতার ফুল ফুটেছে আষাঢ়ে।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১৮/০৬/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৮/০৬/২০১৭অপূর্ব
-
Tanju H ১৮/০৬/২০১৭বর্ষার কদম ফুলের শুভেচ্ছা।
-
সৌরভ তালুকদার ১৮/০৬/২০১৭বা... দারুন
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ১৮/০৬/২০১৭অপূর্ব সুন্দর ভাব
-
ARUNABHA MUKHERJEE ১৮/০৬/২০১৭সত্যিই অসাধারণ লিখেছেন প্রিয় কবি।
মুগ্ধ হলাম। -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০৬/২০১৭খুব সুন্দর।