সৃষ্টির রূপে পাগল

সৃষ্টির রূপে পাগল
সাইয়িদ রফিকুল হক
সৃষ্টির রূপে পাগল হয়ে মজনু হলাম,
একজনাকে কতো বেশি ভালোবাসলাম।
তবু আমায় দিলো সে যে তাড়িয়ে,
দশটি বছর কোথায় গেল হারিয়ে।
মজনু হয়ে বসে আছি প্রেম-যমুনার কূলে,
কেহ যদি আমায় ডাকে মনের ভুলে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ARUNABHA MUKHERJEE ১৬/০৬/২০১৭ভালো ।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/০৬/২০১৭ছবিটি অনবদ্য।
-
সাঁঝের তারা ১৫/০৬/২০১৭ভাল ...