স্বপ্নগুলো সবুজ ছিল

স্বপ্নগুলো সবুজ ছিল
সাইয়িদ রফিকুল হক
স্বপ্নগুলো সবুজ ছিল
দেখতে ছিল ভালো,
হঠাৎ তারা কেমন করে
হয়ে গেল কালো!
ঘাসের উপর শিশির দেখে
মেতে ছিলাম আনন্দে,
ভেবেছিলাম দিনটা বুঝি
যাবে এবার সানন্দে!
স্বপ্নগুলো ছিল মনে
রেখেছিলাম বুকে,
ঝরে যাওয়ার আশংকাতে
আনি নাইতো মুখে!
তবুও যেন কেমন করে
জানলো নিঠুর কে বা
ফুলগুলো তাই ঝরে গেল
পেলাম নাতো সেবা!
স্বপ্নগুলো সবুজ ছিল
হাসতো বুকের মাঝে,
কী যে দারুণ ঘ্রাণ পেতাম
সকাল থেকে সাঁঝে!
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১০/০৬/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১১/০৬/২০১৭অতুলনীয়
-
এম,এ,মতিন ১১/০৬/২০১৭মনোমুগ্ধকর লেখা।
-
আলম সারওয়ার ১০/০৬/২০১৭Wow. Wonderful
-
Tanju H ১০/০৬/২০১৭অপূর্ব কবি
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/০৬/২০১৭খুব ভালো।