ডিজিটাল-ডিজিটাল

ডিজিটাল-ডিজিটাল
সাইয়িদ রফিকুল হক
ডিজিটাল-ডিজিটাল
নয় কোনো টালমাটাল!
আজকে দেশ উন্নত,
বাঙালির মাথা সমুন্নত।
ডিজিটাল-নাম শুনে
ভয় পায় যারা,
বলো তো এবার কোথায়
পালাবে তারা?
এদেশের মানুষ
চাইছে ভাগ্যের পরিবর্তন,
বিত্তবান-হৃদয়ে
দূর হবে তাই অধঃপতন।
ডিজিটাল-ডিজিটাল
উন্নয়ন হচ্ছে জোরসে
শুনে তুমি হয়ো না মাতাল!
এদেশের উন্নয়নে
তুমি যদি হতে চাও বন্ধু,
সবখানে তবে
বিরোধিতা কোরোনা শুধু।
আমাদের এই দেশ
জাগছে—জাগবে আরও,
বাঙালি ভয় পায় না
ভ্রূকুটি দেখে কারও।
ডিজিটাল-ডিজিটাল
নয় কোনো টালমাটাল!
আজ জাতির উন্নয়নে
মহাসুদিন-মহাকাল।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
০৮/০৬/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম,এ,মতিন ০৯/০৬/২০১৭বেশ চমৎকার লেখা সময়োপযোগী!
-
সাঁঝের তারা ০৯/০৬/২০১৭খুব ভাল। মানুষের ভাগ্যের পরিবর্তন সত্যি হোক। শুভেচ্ছা ...
-
Tanju H ০৯/০৬/২০১৭সুন্দর