www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলাদেশের উন্নয়নে



বাংলাদেশের উন্নয়নে
সাইয়িদ রফিকুল হক

বাংলাদেশের উন্নয়নে
চোখ দুটি তোর যাচ্ছে পুড়ে,
তুই যে ভীষণ হিংসুটে রে
আদিমকালের কুঁড়ে।
দেশের জন্য তুমি কিছু
পারছো নাতো করতে,
যারা দেশের করছে কিছু
চাইছো তাদের টেনে ধরতে!

বাংলাদেশের উন্নয়নে
বুকটা তোমার ফাটে,
তাই বদনাম যে করছো তুমি
বিশ্বসভার হাটে।
তোমার মনে ব্যাধি অনেক
চাইছো দেশের ক্ষতি,
মানুষ হতে চাইলে তুমি
ঠিক করগে মতিগতি।
বিশ্বসভায় বাংলাদেশের
বাড়বে আরও প্রভাব,
হিংসা করে লাভ কী বলো?
ঠিক করগে স্বভাব।
দেশের খেয়ে দেশের পরে
করছে যারা মামদোবাজি,
এই দেশেতে বসত করে
তারা হলো বিশ্বপাজী।

বাংলাদেশের উন্নয়নে
বিশ্ব অবাক হয়!
তবে কেন দেশের মানুষ
তোমার এতো ভয়?
তুমি বুঝি মীরজাফরদের
হবে কোনো স্বজন,
তাইতো দেখি তোমার বুকে
বাজে ব্যথার ভজন।
বাংলা-মায়ের রক্ত যাদের
আছে সোনার দেহে,
বাংলাদেশের উন্নয়নে
হাসবে তারা স্নেহে।


সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
০৮/০৬/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনবদ্য।
    • অনেক ধন্যবাদ বন্ধু। আর সঙ্গে রইলো শুভেচ্ছা।
  • এম,এ,মতিন ০৮/০৬/২০১৭
    অসাধারণ ভাবনার সুনিপুণ লেখনী।
  • সাঁঝের তারা ০৮/০৬/২০১৭
    খুব ভাল
  • অসাধারণ ভাবনা
  • Tanju H ০৮/০৬/২০১৭
    অসাধারন বাস্তবমুখর কবিতা।
 
Quantcast