www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিজয়দিবস আসবে বলে



বিজয়দিবস আসবে বলে
সাইয়িদ রফিকুল হক

বিজয়দিবস আসবে বলে
বীর-বাঙালি রক্ত দিলো সাগরভরে,
পাকিস্তানী-হায়নাগুলো
মারলো তারা বীরের মতো যত্ন করে।
বাংলাদেশের বুকে ছিল
পাকিস্তানী-নরঘাতক-হায়নাপশু,
মদের নেশায় ডুবে তারা
মারছিলো যে নারী-পুরুষ-দুধের শিশু!
এমন পশু দেখছো নাকি?
নির্বিচারে মারছিলো যে দেশের মানুষ,
আর যে তারা মদের নেশায়
পাগল হয়ে উড়াচ্ছিলো রঙিন-ফানুস।
পাকিস্তানী এমন পশু
বিশ্বজুড়ে আর ছিল না কোথাও ভাইরে,
এখনও যে ওরা পাপী
ওদের মতো জঙ্গিপশু আর তো নাইরে।
বিজয়দিবস আসবে বলে
বীর-বাঙালি অস্ত্রহাতে পড়লো ঝাঁপায়,
বজ্রপাত যে হানলো আঘাত
পাকিস্তানীপশুগুলোর হিংস্র-মাথায়।
বিজয়দিবস আসবে বলে
বীর-বাঙালি একনিমিষে উঠলো জেগে,
মুক্তিযোদ্ধা-নামে তারা
সবখানে যে ছুটলো ভীষণ উল্কাবেগে।
বিজয়দিবস আসবে বলে
বঙ্গবন্ধু জন্ম নিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া,
তাঁরই ডাকে বীর-বাঙালি
দেশের জন্য অস্ত্রহাতে দিলো সাড়া।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৫/১২/২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক শুভেচ্ছা রইল দাদা
  • সোলাইমান ১৬/১২/২০১৬
    চমৎকার কথামালায় সুন্দর ছন্দে দারুণ লিখেছেন কবি। ভাল লিখুন ভাল থাকুন সবসময় প্রিয় কবি।
    বিজয়ের শুভেচ্ছা কবি।
 
Quantcast