www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সময়ও আর মানুষের পক্ষে নয়

(করোনা – কোভিড ১৯)
-সাইদুর রহমান

যাকে চোখে দেখি না চিনি না
নামটি তার আজ কারো নেই অজানা;
সারা বিশ্বকে তুলেছে কাঁপিয়ে
ছোট বড় সবাই কত না আতঙ্ক ভয়ে।

কোথাও নেই যুদ্ধ বোমাবাজি
তবুও পৃথিবীর সকল মানুষেরা আজি;
অবরুদ্ধ ঘরে, যায় না বাহিরে
কেহ নয় কারো পাশে রয় দূরে দূরে।

একে অপরে মিলায় না হাত
অভিমানী প্রকৃতির কি নির্মম পদাঘাত;
এতো মৃত্যু দেখিনি একদিনে
কি নির্দয় আগ্রাসন সে করোনার মনে।

আজ বিরাট ঝুঁকি জন সমাবেশ
মানুষ মানুষে সৌহার্দ্য মানবতাও শেষ;
প্রকৃতি এতই ক্ষুব্ধ অবাক হই
যেন পাপ-স্তূপ বিশ্বে একদম ছুঁই ছুঁই।

হাতদু’টি ধোও সাবান দিয়ে
হাঁচি দাও সাবধানে অতিশয় ভদ্র হয়ে;
কে জানে কখন কার কি হয়
আজ সময়ও আর মানুষের পক্ষে নয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ২৩/০৩/২০২০
    আল্লাহ্‌ ভরসা।।
  • ফয়জুল মহী ২২/০৩/২০২০
    হে প্রভু , হে করুণাময় । এই মরণ ব্যাধি থেকে আমাদের সকলকে নিরাপদ রাখো,
  • আল্লাহ আমাদের সহায় হ’ন।
 
Quantcast