www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কে উড়বে গগনে


অনন্ত স্মৃতিতে ভরা সকল হৃদয়
কেহ ভুলতে পারে না কখনো সে সব;
রোমন্থনে কাঁদে প্রাণী, যেন তা প্রলয়
খুশি ঝলকে আবার স্বর্গ অনুভব।
কে এমন পৃথিবীতে সর্বদা নির্ভুল
ভুল করে অনেকেই করে হাহুতাশ;
কারো নেই অনুতাপ, যেন এক চুল
না নির্গত কারো এক ফোটা দীর্ঘশ্বাস।

কষ্ট যন্ত্রণায়, দ্যাখি বিলাপ মানুষে
কাতর ওরাও যত কীট পশু পাখি;
যে বনানী বৃক্ষলতা আমাদের পাশে
ফল-ফুল দিলো, খোঁজ কি আমরা রাখি?
স্মৃতি আর ভুল যেন মনুষ্য জীবনে
খেলা জগতে শুধু, কে উড়বে গগনে।

চতুর্দশপদী কবিতা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast