বসন্তের ছবি
বর্ণিল আনন্দ নিয়ে এলো যে বসন্ত
তাপদ্রোহে তার, করে পলায়ন শীত;
নূতন পল্লবে বৃক্ষ ডাল সুশোভিত
চারিদিকে কোকিলের কুহু কুহু গীত।
আমের বাগান মৌ মৌ গানে মুখরিত
ফুটে চামেলী গোলাপ জুই কৃষ্ণচূড়া;
মধু আহরণে ব্যস্ত প্রজাপতি শত
সুরভিত অপরূপা সাজে যেন ধরা।
বসন্ত বরণে নারী হলুদ শাড়িতে
আনন্দ উল্লাস বহে সকল হৃদয়ে;
বিমুগ্ধ তবে মানুষ, স্রষ্টার কলাতে
প্রকৃতির এ কি মায়া বন্ধন বলয়ে।
মৃদুমন্দ সমীরণে পুষ্প নৃত্য তালে
পাখিরাও গায় বউ কথা কও বলে।
চতুর্দশপদী কবিতা
বিন্যাস:৮ + ৬।
অন্ত্যমিল::কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ
তাপদ্রোহে তার, করে পলায়ন শীত;
নূতন পল্লবে বৃক্ষ ডাল সুশোভিত
চারিদিকে কোকিলের কুহু কুহু গীত।
আমের বাগান মৌ মৌ গানে মুখরিত
ফুটে চামেলী গোলাপ জুই কৃষ্ণচূড়া;
মধু আহরণে ব্যস্ত প্রজাপতি শত
সুরভিত অপরূপা সাজে যেন ধরা।
বসন্ত বরণে নারী হলুদ শাড়িতে
আনন্দ উল্লাস বহে সকল হৃদয়ে;
বিমুগ্ধ তবে মানুষ, স্রষ্টার কলাতে
প্রকৃতির এ কি মায়া বন্ধন বলয়ে।
মৃদুমন্দ সমীরণে পুষ্প নৃত্য তালে
পাখিরাও গায় বউ কথা কও বলে।
চতুর্দশপদী কবিতা
বিন্যাস:৮ + ৬।
অন্ত্যমিল::কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সাইফুল ইসলাম (bdlooks24.com) ১৮/০২/২০১৬স্বাগতম কবি
 - 
        মোঃ মনির হোসেন মনি ১৮/০২/২০১৬সুন্দর হয়েছে।
 - 
        ধ্রুব রাসেল ১৮/০২/২০১৬বসন্তের শুভেচ্ছা
 - 
        অভিষেক মিত্র ১৮/০২/২০১৬ভালো লাগল।
 - 
        গাজী তৌহিদ ১৭/০২/২০১৬অনেক ভালো লাগল!
 - 
        হরেকৃষ্ণ দে ১৭/০২/২০১৬অসাধারন লাগলো।বসন্ত বন্দনা কাব্যিক ছন্দ মাধুর্যে মুগ্ধ হলাম।
ভালো থাকবেন। 
