কলির যুগ
এসেছে কলির যুগ আজি এ জগতে
টুঁটি চেপে ধরে মিথ্যা যেন সততার;
নকলের বোঝা ধরে না আর নিক্তিতে
কেঁপে উঠছে পৃথিবী তাই বারং বার।
তমস জলে ডুবছে ধরা প্রতিদিন
ইতিহাস সাক্ষী শুধু, লিখছে নীরবে;
মানব হৃদয় প্রেম ভালোবাসা হীন
সংঘাতে শেষ সবই, ফুল কি ফুটবে?
আমরা নাকি পেয়েছি শ্রেষ্ঠত্ব মর্যাদা
চারিপাশে তবু কত কি কলুষ কর্ম;
মানব অস্তিত্ব ভবে ছিল না বেহুদা
চলন বলন তবে জানোয়ার সম।
 
চলো ভরি মমতার বন্ধনে মনন
কুসুমিত সুরভিত করি এ ভুবন।
          
চতুর্দশপদী কবিতা
বিন্যাস:৮ + ৬।
অন্ত্যমিল:কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ
টুঁটি চেপে ধরে মিথ্যা যেন সততার;
নকলের বোঝা ধরে না আর নিক্তিতে
কেঁপে উঠছে পৃথিবী তাই বারং বার।
তমস জলে ডুবছে ধরা প্রতিদিন
ইতিহাস সাক্ষী শুধু, লিখছে নীরবে;
মানব হৃদয় প্রেম ভালোবাসা হীন
সংঘাতে শেষ সবই, ফুল কি ফুটবে?
আমরা নাকি পেয়েছি শ্রেষ্ঠত্ব মর্যাদা
চারিপাশে তবু কত কি কলুষ কর্ম;
মানব অস্তিত্ব ভবে ছিল না বেহুদা
চলন বলন তবে জানোয়ার সম।
চলো ভরি মমতার বন্ধনে মনন
কুসুমিত সুরভিত করি এ ভুবন।
চতুর্দশপদী কবিতা
বিন্যাস:৮ + ৬।
অন্ত্যমিল:কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সুব্রত সামন্ত (বুবাই) ২৫/০৪/২০১৬ভালো।
 - 
        নিলয় পারভেজ হৃদয় ১৬/০২/২০১৬অসাধারন লাগলো।
 - 
        কাব্যহীন কবি ১৩/০২/২০১৬অনেক সুন্দর ভাবনা। ভাল লাগল
 - 
        অভিষেক মিত্র ১৩/০২/২০১৬ভাল লাগল দাদা।
আমি একটা ই ম্যাগ বের করছি। স্যার, যদি সম্ভব হয় তাহলে আপনার একটা কবিতা [email protected] এ মেল করে দেবেন। - 
        মনিরুজ্জামান জীবন ১৩/০২/২০১৬অতুলনীয় ভাবনা, অসাধারণ প্রকাশ।
 - 
        মাহাবুব ১২/০২/২০১৬বেশ সুন্দর, কলির যুগ।
শুভেচ্ছা কবি। - 
        রানাকবি ১২/০২/২০১৬ভাল লেগেছে
একটু বেশি
তাইতো বলি
পাশে আছি - 
        প্রদীপ চৌধুরী. ১২/০২/২০১৬বাহ! ভালো লাগলো
 - 
        বিদ্রোহী ফাহিম খান ১১/০২/২০১৬বেশ লাগলো কবি॥
 - 
        নির্ঝর ১১/০২/২০১৬সত্যি খুব সুন্দর
 - 
        হরেকৃষ্ণ দে ১১/০২/২০১৬অসাধারন লাগলো।মমতার বন্ধন শক্ত হোক,হোক সুরভিত প্রেমের অটুট বন্ধনে সারা ভুবন।এই কামনা করি কবির সুরে।ভালো থাকবেন।
 
